পাখি উড়ে যায় ঐ দূর অজানায়
নদী বয়ে যায় ঐ দূর সীমানায়
বলতে পারো কি তুমি
পাখি উড়ে,নদী বয় কার ইশারায়।
সূর্যটা জাগে কেন প্রতি ভোর বিহানে
চন্দ্রটা হাসে কেন ঐ রাত গহীনে
কার ইশারায় বলো
তারার মেলা বসে আকাশের গায়।
আকাশের রংধনু সাত রংয়ে কে সাজায়
মেঘমালা কোন সুখে সুদুরে হারিয়ে যায়
বলতে পারো কি তুমি
রংধনু এত রং পেল কার মহিমায়।
জীবনের এত হাসি এত গান ছন্দ
প্রেম প্রীতি ভালবাসা এত সুখ আনন্দ
বলতে পারো কি তুমি
কে দিয়েছে এত সব কোন সেই দয়াময়।