লকডাউনে নাকাল, না কি করোনায়
কিসে এদেশ নাকাল হলো বুঝা দায়
পেটের দায় মেটানোর চেয়ে বড় কি
জরুরি কাজ তারচে বড় আছে হায়?
পেটের দায়ে কেউ নেমে যায় রাস্তায়
কেমনে তাদের আনেন বলুন আস্তায়
নিজের ঘরে খাবার রেখে ঠিকই যে
তাদের পেটে লাত্তি মারেন কেমনে হায়?
চাল চুলো নেই যার ঘরে, ভয় কিসে
জীবন মরণ হিসাব কষা তার মিছে
কিন্তু যারা আয়েশ করে লোক জমায়
আইন কানুন ত যায় না কভু তার পিছে!
পৌছিয়ে দাও খাবার আগে সব ঘরে
লকডাউন দাও কেউ করোনায় না মরে
খেলাধুলা, মিছিল মিটিং বন্ধ থাক
হোক সচেতন,কেউ না মরুক ভয়-ডরে।