মাথার উপর ছায়া ছিল
হৃদয় ভরা মায়া ছিল
মমতা ও ভালবাসা ছিল অফুরান,
আজ নেই পাশে তাই
কাঁদে মোর প্রাণ।
কাঁদে আঁখি কাঁদে মোর প্রাণ।
বাবার চেয়েও বেশি করতো শাসন
হৃদয়ে বাবার মত গড়েছে আসন
কাতর হতেন তিনি অসুখ হলে
দুচোখ ভাসতো তার লোনা জলে
তাকে মনে করে তাই
কাঁদে মোর প্রাণ।
কাঁদে আঁখি কাঁদে মোর প্রাণ।
ভালবাস মাবুদ ওগো তেমনি করে
যেমনি ভালবাসা তিনি দিতেন সবারে
জান্নাত দিয়ে তাঁরে সম্মানিত করো
আরশের ছায়া দিও, কাওছার আরো।
তার লাগি দোয়া চেয়ে
কাঁদে মোর প্রাণ।
কাঁদে আঁখি কাঁদে মোর প্রাণ।
(আমার চাচাকে নিয়ে লেখা)