পেটটা মোচড় দিয়ে উঠেছিলো কাল
ভাজা মরিচ লেবু দিয়ে খাই ভাতে ডাল
মনে হয় ঠিকমতো হয় নি হজম
টয়লেট বদনায় তাই কাটে হরদম।

মশার জ্বালায় ঘুম হয় নি রাতে
লোডশেডিং,গরমও ছিলো যে সাথে
সারা রাত কাইতবিত আহ উহ করে
মোবাইলে নেটওয়ার্ক,চার্জ ছিলো মরে।

নয়নাভিরাম আহা যায়গাটা দেখো
সেলফিটা দিয়ে দিলাম স্বযতনে রেখো
বউকে নিয়ে সেথা গিয়েছিলাম কাল
স্মৃতি ধরে রেখেদিলাম থাক চিরকাল।

টেবিলে ভালো খাবার ছাড়ো ফেইসবুকে
মনে হয় কতদিন আছো অনাহারে ধুকে
দু'চারজন মিলে তুমি পার্টিতে মজো
ফেইসবুকে ছবি দিয়ে লাইক,কমেন্ট খুঁজো।

অসুস্থ বাবা মা'র সাথে সেলফিতে দোয়া
চাও তুমি ফেইসবুকে আজব এক মোয়া
পীড়িতের পাশেও তুমি হাসু হাসু মুখে
ছবি দেখে মনে হয় আছো মহা সুখে।

ফেইসবুক,সেলফিতে আজ অসুস্থ সবাই
সবকিছু ফেইসবুকে উঠে আসে তাই
আগডুম বাগডুম লিখে কবিতার ছন্দে
আমিও মেতে থাকি ফেইসবুক রঙ্গে।