তিনি অফিসের বস
অধীনের উপর রাগ গোসা যত ঝেড়ে দেন খসখস।

               যেতে তার টেবিলে
ভয়ে সকলেই কাঁচুমাচু কারণ অকারণ তিনি ক্ষেপিলে।

                ঘুষ ছাড়া ফাইল
নড়াচড়া হয় না কভু করে যান শুধু আজ আর খাইল।

              অঢেল অযুত টাকা
সমাজে তিনি সমাদ্ধৃত হন ঘোরান সমাজের চাকা।

               গ্রামে তিনি দাতা
তার দানে বেঁচে আছে গা'য়ের কত বোন ভগ্নি ভ্রাতা।

             রাজনীতিতে তিনি
এম পি হওয়ার অধিকার শুধু তার জনগণ যেন ঋণী

             মন্ত্রী এম পি হয়ে
নীতি কথা সব বলে যান দেশ যায় ক্ষয়ে ক্ষয়ে।  



(খাইল শব্দটা সিলেটি। অর্থ হলো,কাল।)