তোর হাসিতে মাছি পড়ুক
ঠোঁটের কোনায় পছন ধরুক
দাতে ধরুক পোকা
খোঁপায় ভ্রমর বাধুক বাসা
চুলে উকুন থাকুক ঠাসা
ওরে মেয়ে বোকা।
শরীর ফুলাক কামড়ে মশা
ত্রাহি ত্রাহি হোক যে দশা
চোখে পড়ুক ছানি
উঠুক মুখে ব্রণ শত
দেখতে লাগুক বিশ্রী যত
অসুরের হাতছানি।
পিছলে পড়ো হাটতে গেলে
হাতটি পুড়ুক গরম তেলে
ব্যথায় কুপোকাত
যন্ত্রনাতে দিন কর পার
শান্তি ফিরে না আসুক আর
দুঃস্বপ্নের রাত।
ভালবাসায় আসুক খরা
প্রেম-প্রীতি হোক জীর্ণ জরা
সবাই থাকুক দূরে
কেউ না যেন ফিরে তাকায়
ঘৃণা ভরে মুখটি বাকায়
বদদোয়া দিই তোরে।