ঘটা করে শোক দিবস পালন করতে হয়।
তার জন্য আয়োজন করতে হয় কতকিছু।
আয়োজন করতে হয়, অনেকগুলো লাশের
অনেক রক্ত, লাল চুপচুপে রক্ত
মানুষের রক্ত, সাধারণ কিংবা অসাধারণ মানুষের
রাজনীতিক, ছাত্র কিংবা শ্রমিকের।
রাজপথে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ আর পথিকের রক্ত ।
সাংবাদিক ,শিক্ষক না হয় কোনো বোনের।
তরুণ যুবা কিংবা মায়ের কোলে আশ্রিত শিশুর।
রক্ত, অনেক রক্ত, লাল চুপচুপে রক্ত।
পুলিশ, সেনা অফিসার কিংবা সীমান্তের পাহাদার।
যেই হোক তার রক্ত।
আরো আয়োজন করতে হয় -
পুত্রহারা বাবা মায়ের করুণ আহাজারি ,
বোনের বুকচাপড়ানো আর্তনাদ,
ভাইয়ের বোবা কান্না
আর প্রিয়তমা স্ত্রীর একবুক বিষন্ন শুন্যতা
কিংবা পিতৃহারা সন্তানের বাবা বাবা বলে মাটিতে লুটোপুটি খাওয়া বিলাপ।
এসব কিছুর আয়োজন হলে পরেই
সফল বাস্তবায়ন হয় একটি শোক দিবসের।