আপনি দেখবেন,            চোখ বুজে দেখবেন।
আপনি বলবেন,             বোবা হয়ে বলবেন।
আপনি শুনবেন,            বধির হয়ে শুনবেন।
     তাহলেই আপনি বেচে গেলেন,বেঁচে গেলেন।
আপনি চোখ খুলে দেখবেন,  আপনার চোখ তুলা হবে
আপনি মুখ খুলে বলবেন,   আপনার জ্বিহবা কাটা হবে
আপনি কান ভরে শুনবেন, আপনার কানে সিসা ঢালা হবে।

আপনি হাটবেন,  
         বারেবারে পড়ে যাবেন,যেন আপনি অক্ষম।
আপনি কাঁদবেন,
         পানিবিহীন হাসুহাসু মুখে কাঁদবেন,যেন হাসছেন।
আপনি হাসবেন,
         হাউমাউ করে হাসবেন,কান্নার মত করে।
আপনি সোজা হয়ে হাটলে- আপনার হাটু ভেঙ্গে দেয়া হবে
আপনি কাঁদলে- ওরা অট্টহাসিতে ফেটে পড়বে
আপনি হাসলে- ওদের অন্তরাত্বা জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।

আপনি অনেক টাকার মালিক-         ফকিরের মত চলবেন
আপনি দামি গাড়ির মালিক-            রিক্সায় চড়বেন
আপনি বাড়ির মালিক-                   ভাড়াটিয়া বলবেন।
তাহলে ত আপনি বেচে গেলেন, আপনাকে চাঁদা দিতে হবে না।

আপনার ষোড়শী মেয়ে আছে- ঘরের ভেতর লুকিয়ে রাখবেন
আপনার যুবক ছেলে আছে - মাস্তান বানাবেন।
জানেন, ঘরের বাহিরে কিংবা ভেতরে
আপনার মেয়ে ধর্ষিত হবে।
তবে,ছেলে মাস্তান হলে আপনার মেয়ে বেঁচে  যাবে
আর,ছেলে ধর্ষক হবে তা নিশ্চিত।

আপনি সরকারি চাকুরি করেন?   ঘুষ খাবেন ।
আপনি স্কুলের টিচার ?              ছাত্রদের মিথ্যা শেখাবেন।
আপনি মসজিদের হুজুর ?          লিল্লা খাবেন।
আপনি রাজনীতিবিদ ?              দুর্নীতি করবেন।
আপনি আমলা ?                     পদলেহন করবেন।
আপনি লেখক, সাংবাদিক ?      লাল,নীল,হলুদ,চটি লিখবেন।
        তবেই আপনি বেচে গেলেন মাশাই,বেঁচে গেলেন।

আপনি ঘুষ খাবেন না,                চাকরি চলে যাবে।
আপনি ছাত্রদের সত্য শেখাবেন,  আপনার বিরুদ্ধে মিছিল হবে।
আপনি লিল্লা খাবেন না,         মসজিদ থেকে বিতাড়িত হবেন।
আপনি দুর্নীতি করবেন না,          ফাঁসি হবে আপনার।
আপনি পদলেহন করবেন না,       আপনার পদোন্নতি হবে না।
আপনি হলুদ,চটি লিখবেন না,      মুক্তমনা হতে পারবেন না।

আপনি হাসতে পারবেন না,কাঁদতে পারবেন না
বলতে পারবেন না
এমনকি, আপনি ঘৃনাও করতে পারবেন না।
আপনি করতে যাবেন তো মরবেন।
আইন আছে,আদালত আছে,শন্ডা-গুন্ডা-পান্ডা আছে।

তারচেয়ে বরঞ্চ এক কাজ করুন আপনি,
আপনি আত্মহত্যা করুন,বেঁচে যাবেন।  
  

(উল্লেখ্য, আত্মহত্যা করা হারাম।)