আমি'র মাঝে কিসের বড়াই
নেই ক্ষমতা একটু তুড়াই
এক ফোটা এক বিন্দু পানি
তোমার আমার সৃষ্টি জানি।
কাল ছিলেনা আজকে আছো
যেমনি খুশি তেমনি নাচো
কালকে আবার থাকবেনা ভাই
কেমনে করি আমি'র বড়াই।
স্বর্দি জ্বরে হই কুপোকাত
নড়াচড়ার নেইকো তাখত
সামান্য এই আমি'র মাঝে
বড়াই কি আর একটু সাজে।
বিজ্ঞজনে তাই চিরদিন
বিনয় দিয়ে হয় সে রংগীন
যশ খ্যাতি সম্মানও পায়
সর্বজনে তার নামে গায়।
অন্ধরা সব আমি দিয়ে
অহংকারের শরাব পিয়ে
দলিত হয় পতিত হয়
সর্বমাঝে ঘৃনিত রয়।