আমার ছাওয়াল একটুও নয় ভালা
মনটা তাহার নিকষ অন্ধ কালা
বাবা মায়ের নেয় না খবর
সবাই বলে ধরুন সবর
একদিন তার ভাংবে মনের তালা।
বউয়ের কথায় উঠে- বসে,চলে
মা বাবার লাই একটু না মন গলে
বউ বলে যা কানে কানে
সত্য বলে সবই মানে
বউকে তাহার বানায় গলের মালা।
কথায় কথায় শশুর বাড়ি টানে
অন্তরে তার কি আছে কে জানে
শালা শালি সবচে আপন
তাদের কাছে রয় পড়ে মন
ভাই ও বোনকে মনে করে জ্বালা।
কিন্তু,আমার মেয়ের জামাই
করে অনেক পয়সা কামাই
মেয়ের কাছে সবই রাখে জমা
অনেক ভাল ছেলে
প্রতিবেশীরাও বলে
তাহার কোনো হয়না তো তুলনা।
দেখলে আমায় সমীহ করে
সালাম জানায় পায়ে ধরে
আম্মু আম্মু করে ঝরায় ফেনা
খরচ পাতি যাহাই লাগে
সব করে দেয় আগে ভাগে
এমন ছেলে আর আছে কয়জনা?