ফজর দিয়ে দিনের শুরু
এশা দিয়ে শেষ
নামাজ দিয়ে দিন করো পার
জীবন হবে বেশ।
জুহর পড়ো ওয়াক্ত হলে
কর্ম রেখে দূরে
বিকেলটাকে আসর দিয়ে
সাজাও আপন সুরে।
পড়লে হেলে সুর্যটা অই
পশ্চিমের গা ঘেঁষে
মাগরিব আদায় নাও করে নাও
নামাজ ভালবেসে।
মধ্যরাতের পরেও যদি
ঘুম ভেংগে যায় কভু
তাহাজ্জুদে যাও দাঁড়িয়ে
ভাসবে ভাল প্রভু।
জীবনটাকে এমনি রাঙ্গায়
দিয়ে নামাজ কালাম
তাদের তরে থাকলো প্রিয়
আমার আসসালাম।