আমাদের ছোট গায়ে বড় বড় ঘর
থাকি সেথা সবে হয়ে একে অন্যের পর
পাড়ার সকল ছেলে রাজনীতির ছলে
হাতে পিস্তল লই ক্ষমতার বলে।
আমাদের ছোট গ্রাম শহর সমান
ধুলোবালু বাতাসে ওষ্টাগত প্রাণ
মাঠগুলো নেই আর দালান পর দিঘির
চাঁদের কিরণ আজ হয়েছে তিমির।
আমাদের ছোট নদী শেষ হয়েছে কবে
বইয়ের পাতায় শুধু সেই স্মৃতি রবে
খাল-বিল,নদ-নদী এখন আর নাই
গরু মহিষ দেখিতে চিড়িয়ায় যাই।
চোর ডাকাত মাস্তান পুলিশ যেন
এমপি মন্ত্রী সব আত্বীয় হেন
সকালে পত্রিকাওয়ালার হাকডাক ছুটে
নব নব আশংকায় ঘুমটা টু্টে।
(কবি বন্দে আলী মিয়ার "আমাদের গ্রাম" কবিতার প্যারডি। কবি বেচে থাকলে আজ হয়তো এভাবেই লিখতেন।)