আবু সাঈদ পেতে দিল বুকখান
বুকখানা ছিল তার টানটান
পাতা বুকে ছুড়ে দিল গুলিটা
পাজরটা ভেংগে দিয়ে খান খান।

আবু সাঈদ উড়ে গেল আকাশে
বিবর্ণ জমিন হলো ফ্যাকাশে
প্রসারিত ছিল তার দু'বাহু
বিজয়ের সুর তুলে বাতাসে।

অনেকেই সাঈদের পথ ধরে
রাজপথে অকালেই যায় ঝরে
জীবনের বিনিময়ে দিয়ে যায়
মুক্তির সু-বাতাস ঘরে ঘরে।

আবু সাঈদ মুগ্ধরা আসবে
কোটি হৃদয়ের মাঝে হাসবে
স্বাধীনতার প্রশ্নে সব কালে
মিছিল শ্লোগানে তারা ভাসবে।