ছড়া বাংলার আহবানে লিখতে বসি ছড়া
কি আর লিখি, স্কুলে না হচ্ছে লেখাপড়া।
বন্ধ আছে বেশ কিছুদিন,বছর দুইয়ের কাছে
শিক্ষা নিয়ে দরদ এখন কার কতটা আছে?
দিব্যি আরাম আয়েশে আছে বিদ্যালয়ের স্যার
যতটা সরব বেতন ভাতায়, শিক্ষাতে নেই আর।
বাণিজ্যতে ব্যস্ত অনেক, বিদ্যালয়ের দোর
খুলবে কবে বদ্ধ দোয়ার, ফুটবে আলোর ভোর?
কিচিরমিচির কলরবে শিশু কিশোর মেলা
জমবে কবে ফুল পাখিরা, যাচ্ছে গ'ড়ে বেলা।
হচ্ছে সবই আগের মত, নেই কিছুতে বাধা
স্কুলেতে করোনা কেবল, ভাবছেন কভু দাদা?
অনলাইনে শিক্ষা হবে, মোবাইল দিলেন হাতে
এক ঘন্টার কেলাস এখন সারাদিন যায় তাতে।
পার করে দিন সন্তান বসে মোবাইলে তার চোখ
গোল্লায় যাক সোনা-মানিকরা, কাপছে কারো বুক?
করোনা আছে, ইনশাআল্লাহ থাকবে না ক'দিন পর
থাকবে কেবল অনাদিককাল করোনা কালীন ঝড়।
দোহাই তোদের, উঠাও বাধা খুলে দাও অবশেষে
বিদ্যালয়ের কেলাস গুলো আবার উঠুক হেসে।