বুকের খাঁজে নয় মনের মাঝে রেখো
বিজ্ঞাপনের পাতার মত হড়হড়িয়ে উল্টিয়ে নয়
চোখের মাঝে দেখো।
মানুষ ছিলাম মানুষ আছি, প্রেমিক হলাম কবে?
অস্থিসন্ধি মুড়মুড়িয়ে পরান খানি দুপদুপিয়ে
আওয়াজ দিল, এই বুঝি প্রেম- তবে, রোজ বিকেলে
হেলাল হাফিজ -পড়ে নিও প্রেমের তাবিজ। আমায় তুমি
বশে রেখো ভালোবাসার খামে।
উষ্ণ ঠোঁটের চুমো দিয়ো হৃদয় ছোঁয়া পরশ দিয়ো। মেঘের ভেলায়
ভাসিয়ে দিয়ো প্রেমিকজনের নামে।
বুকের খাঁজে নয় মনের মাঝে রেখো
দুই চরনের পুস্তিকা নয়, আধ অক্ষরে পয়ারও নয়
আমার জন্য মহাকাব্য লেখো।
অগাধ জলে টুপ করে ডুব , হারিয়ে যাবো অতলান্তিক জলে-
প্রেমিক জনে প্রেম দিতে হয়, মনের মাঝে মন দিতে হয়,
ঠাই না হলে ভরা কুলে কুলনাশিনী তাও হতে হয়। ভালবাসা
এমন বুঝি হারিয়ে ফেলি মুখের কথা, হৃদয় মাঝে নীরবতা......
খেই হারিয়ে ঠায় দাঁড়িয়ে , তোমায় দেখি চোখের পলে পলে!