চিত্রকর, এই নাও জল আর এই নাও তুলি
এঁকে দাও হৃদয়ের জলছবি।
বেতের ফলের মত, চৈত্রের ফাটল ধরা মাঠের মত
চিড় ধরে আছে হৃদয়ে।
এঁকে দাও অভিশপ্ত চিড় ধরা হৃদয়ের প্রতিচ্ছবি।
চিত্রকর, এই নাও জাফরানি রঙ
ইরান থেকে বেসাত করে আনা হাফিজের প্রিয় জাফরান।
এঁকে দাও একটা জাফরানি রঙ পায়রা
ওর রাতুল পায়ে বেঁধে দাও অভিশপ্ত হৃদয়ের জল ছবি।
উড়ে চলে যাক দূরে কোথাও ;
যেখানে আনমনে বসে আছে কোন একজন অপেক্ষারতা!
চিত্রকর, এই নাও অপরাজিতার নীল রক্ত জবার লাল
ইচ্ছামত হিজিবিজি করে কুটিকুটি করে দাও অভিশপ্ত হৃদয় ।
এই নাও ছাই রঙা মেঘ আগুন রঙা তপ্ত দুপুর
হৃদয়টাকে চাপা দিয়ে দাও আগুন ছাইয়ের রোষানলে।
চিত্রকর, ফিরে তাকাও বেলা বয়ে যায় রঙ শুকিয়ে যায়
হৃদয় চুপসে যায়।
যা আঁকার এঁকে নাও,
এখনি সময়, ক্যানভাসে এঁকে নাও এক অভিশপ্ত হৃদয়।
এখন হৃদয় জ্বলছে হোমানলে,
এরপর দাবানল।
একসময় ছাই ভস্ম হয়ে শুন্যে মিলিয়ে যাবে হৃদয়।
বড্ড দেরি হবে তখন,
শুন্যে আঁকতে হবে অভিশপ্ত হৃদয়ের জলছবি।