আমার প্রেম বুঝি অরক্ষিত ছিল, তাই তুমি
ঘুরে বেড়াচ্ছ ওই নীল চোখা যুবকের সাথে।
আকাশের বিশালতা আর হৃদয়ের ব্যাপ্তি দিয়ে
যে প্রেম বাঁধা, সে প্রেম কি করে অরক্ষিত হয়?
তবে কি, ঐ নীল চোখা যুবকের চোখের নীল
কোটরে তুমি খুঁজে পেয়েছ প্রেমের রক্ষা কবজ!
আমার হৃদয় যেখানে শীতল হয়ে মেনে নিয়েছিল
তুমি আমার, সেখানে তুমি কি করে
হাত ধর ঐ নীল চোখা যুবকের।
ঐ যুবকের নীল চোখ আর তোমার হাতের নীল চুড়ি
আমার সমস্ত শরীর কে করে তুলেছে বিষনীল।
হাত ধরে চলে যাচ্ছ নীল চোখা যুবকের
যাও, তবে বলে যাও আমার প্রেম কি অরক্ষিত ছিল?
যদি জানতাম, নীল তোমায় কেড়ে নেবে চিল হয়ে
তবে সমস্ত শরীর নীল করে জানতে চাইতাম,
আমার প্রেম এখনো কি অরক্ষিত!
সব যুবকের নীল চোখ নেই
কিন্তু সব যুবকের নীল হৃদয় থাকে!
আমার হৃদয় আজ নীল, সমস্ত শরীর আজ নীল
নীল চোখা যুবকের চোখে তুমি পেয়েছ মধু
আমি দেখেছি বিষ!
মধুতে তুমি অরক্ষিত করেছ প্রেম
আর বিষে আমি হয়েছি বিষনীল।