না চিনিলাম ছায়া তোর
না বান্ধিলাম ঘর
নাই রোদ হলো আমার
আন্ধার নগর

আঁধার মানে তো চক্ষের অবসর
রঙ আছে তবু আছে হয়ে ধূসর

না চিনিলাম ছায়া তোর
না বান্ধিলাম ঘর
নাই রোদ হলো আমার
আন্ধার নগর

নগরে আলো কত আলোর নহর-
অলীক মায়া যত লৌকিক প্রহর

না চিনিলাম ছায়া তোর
না বান্ধিলাম ঘর
নাই রোদ হলো আমার
আন্ধার নগর।