ওগো আল্লাহ
তুমি দয়াময় শেষ নাই তোমার মহিমা
সৃষ্টি জগতের মালিক তুমি
জীবন মরণ তোমার ক্ষমতা
সবই তো তোমার করুণা।
প্রতিদিন ভোর হয়, দিগন্ত ছুঁয়ে যায়
সূর্য রাগে।
রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে পড়ে রোদের কণা
নূরে নূরে ছেয়ে যায়, আঁধার কেটে
হয় উজ্বালা।
সে তো তোমারি করুণা।
প্রাণে প্রাণে নেচে যায় উন্মাদনা
মাঠে মাঠে সোনালী ফসল হাসে
পাখিগণ গাছে গাছে মাতে কুজনে
তোমার করুণা সে যে তোমারি করুণা।।
ঐ খুঁটি হীন নীলাকাশ রয়েছে খাড়া
সে তো কুদরতি তোমার ইশারা
মেঘগুলো ভেসে যায় নেই তো পাখা
ঐ রাতের আঁধারে জ্বলে মিটিমিটি তারা
মাঝখানে চাঁদ জ্বলে নূরে উজ্বালা।
তোমার করুণা সে যে তোমারি করুণা।।
ওগো আল্লাহ বেঁচে থাকি তোমার দয়ায়,
তোমার রহমতের পানি নিয়ে নদী বয়ে যায়
মাটি ফুঁড়ে গাছ হয় ফুলে ফলে ভরে,
মাঠখানি ভরে যায় সোনা সোনা ধানে,
সে তো তোমারি করুণা প্রভু তোমার করুণা।
ঐ সাগরের লোনা জল বাষ্প হয়ে
রহমত তোমার ঝরে যায় বৃষ্টি হয়ে
মাঠখানি ভরে যায় ফুল ফসলে
বিশুদ্ধ পানি পানে যায় পিপাসা
তোমারি করুণা প্রভু তোমার করুণা।।
২৩ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া