পৃথিবীর বুকে তোমার চলার পথে
পথিক হে নবীন,
দৃঢ় হোক তোমার পদক্ষেপ
এঁকে দাও তোমার বিরত্বগাথা চিন।
রেখে যাক দীর্ঘস্থায়ী স্বাক্ষর অমলিন,
তোমার ঘর্ম বন্যায় ভেসে যাক
পথ হোক আবর্জনা হীন।
যে পথ আজি মিথ্যার তমসায় গিয়েছে ঢাকি
কর উদ্ধার সে পথ আবার সত্যের আলো জ্বালি।
কন্টক সরিয়ে দেখ রয়েছে স্পষ্ট আজো
পদচিহ্ন তাঁদের যে মহান হয়েছেন গত।
হোকনা যতই দূর নিশানা
হোকনা যতই পথ অচেনা
লক্ষ্য যে স্থির, নয় অজানা
যে পথে রয় আপন ঠিকানা।
আগলে সে পথ রেখেছে স্বাপদ
বিষধর ছোবল সঙ্গিন,
এসো হে নবীন বাজাও তব বীন
মুক্ত কর পথ সাজাও রঙিন।
মায়াবিনী ধরণী জানি বাজাবে মায়ার বীণ
তুমি যে মহাবীর
লক্ষ্য তোমার হোক স্থির
থুতু মারো বেহায়া ধরনীর মুখে, হোকনা রঙিন।
প্রজন্ম তোমার চলিবে আবার সেই সে সোনার পথে
যে পথ আজি পড়েছে যে ঢাকা, মিথ্যা রংয়ের মোহে।