কোঠরাগত শত শত চোখ
নির্মিমেষ অপেক্ষার পরে,
সেদিন প্রাতে, কে তুমি এলে?
যার অপেক্ষায় আবাল বৃদ্ধ বনিতা
অহর্নিশ চেয়েছিল পথপানে,
শেষমেশ সত্যিই তুমি এলে।
তোমার পোশাকে এত লাল ছোপ কিসের?
তুমি কি এসেছ কোন হোলির পর্ব থেকে?
যেখানে সবার সাথে তুমি লাল রং খেলেছ?
নাকি এসেছ কোন লাল নদী পেরিয়ে?
উন্মত্ত সাগরের তান্ডব পেরিয়ে এপারে?
তোমার গায়ে এত গন্ধ কিসের?
পথে কি কোথাও মাড়িয়ে এসেছ
বেওয়ারিশ কোন লাশের ভাগাড়?
গায়ে এত ধুলাবালি তোমার
আটকে ছিলে কি কোন ধ্বংসস্তূপে?
তুমি কি এসেছ কোন ষোড়শীর
ঋতুশ্রাবের ন্যাপকিন ফুড়ে?
যাক তবুও এসেছ তাই ধন্য,
পথের গ্লানি ভুলে থেকে যেও,
তোমাকে স্বাগত।
২২ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া