তবুও তোমায় ভালবাসি
যদিও কখনো দাওনি তোমার
উষ্ণ আলিঙ্গন, একটু হাসি।
আলতা রাঙা পায়ে, ষোঢ়শীর বেশে
কখনো আসোনি আমার দ্বারে।
তোমাকে দেখেছি আমি
রেল লাইনের পাশে
জীর্ণ খুপড়িতে, ফুটন্ত যৌবণ
অকালে মিশেছে হাড়ে।
তোমাকে দেখেছি আমি
চৈত্রের দুপুরে, তীব্র দাবদাহে
ক্লান্ত শ্রান্ত কৃষকের
স্বপ্নমাখা আঁখিতে,
তোমাকে দেখেছি আমি
অনুদগত ফসলের
অলৌকিক হাসিতে।
আমি দেখেছি তোমার
শত কটাক্ষ শত বৈরিতা,
তোমাকে ভুলে যাবার
শত বিতশ্রদ্ধা।
তবুও মোহাবিষ্ট আমি
বেমালুম ভুলেছি ক্ষণপরে।
তোমার শত আঘাতে মুমূর্ষু
তবুও নির্লিপ্ত আমি ভালোবাসি
তোমায় অকাতরে।
রঙে রঙে তোমাকে সাজাতে
স্বপন দেখেছি নিশিতে,
তোমাকে সাজাতে রঙে রঙে
অশ্রু ঝরিয়েছি নির্দ্বিধায়
কত প্রিয়জনের আঁখিতে।
তুমি কখনও আসোনি ষোঢ়শীর
উচ্ছল আঁচল উড়িয়ে,
তোমায় দেখেছি আমি অশিতিপর
বৃদ্ধার সুভ্র শাড়িতে,
মাছ, মাংস ছোঁয়না,
চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
তুমি কখনো আসোনি
মৌসুমী হাওয়া হয়ে
আমার আঙিনায়,
তুমি আমার বারমাসি কালবৈশাখী
বিদ্ধস্ত ঝড়ঝঞ্ঝায়।
তবুও তোমায় ভালোবাসি আমি
শত শত প্রতিকূলতায়।