একটি বাঁধন ছিঁড়ল আমায়
হাজার বাঁধন বেঁধে,
বন্ধ হলো সকল দুয়ার
রুদ্ধ আমায় রেখে।
রবির আলো ছড়িয়ে গেল
সবার উঠোন ভরে,
আমার ঘরে সন্ধ্যা এলো
দুপুর আঁধার করে।
সকল আলো নিভল আমার
একটি আলোক পাতে,
আঁধার আমায় ঘিরল এসে
জ্যোৎস্না মাখা রাতে।
গুটিয়ে গেল সবার দুহাত
একটি হাতের সাথে,
মুখ ফিরিয়ে নিল সবাই
পর্দা আঁখি পাতে।