সারাদিনের যত কথা, যত ব্যাথা
জমিয়ে বুকের মাঝে
তোমার কাছেই বলবো আমি
বলবো নিঝুম রাতে।
কোলাহল শেষে পৃথিবী যখন
মগ্ন গভীর ঘুমে,
মৌনতার সুতোয় গাঁথা প্রকৃতি
যখন সেজদায় নত ভুমে,
শুকলা তিথির একফালি চাঁদ
পশ্চিমে যায় ঢলে,
আলো আঁধারির স্বপ্নীল পরিবেশ,
বন বৃক্ষরাজি যখন ঠাঁয়
দাঁড়িয়ে একপায়ে,
কোন এক মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়
নির্মিমেষ পরিবেশ বিরাজে।
মৌনতার মিছিলে দখিনা বাতাস
যখন খোলা বাতায়নে
ফিসফিসিয়ে বলে যায় কানে কানে
বল, সময় হয়েছে,
শুনবেন তিনি একাগ্র চিত্তে।
আমার যত কথা, উজাড় করে,
একান্তে বলবো নিরালা নিভৃতে।
চিরদিন তুমি আমারই ছিলে
আমি ছিলাম ভুলে,
সব কিছু আজ ছেড়ে এসেছি
ফিরেছি তোমার কাছে,
দয়া করে তুমি নাওনা আমায়
নাওনা আপন করে।
দুঃখ তোমায় দিয়েছি অনেক
বুঝিনি কখনো আগে,
ভুল ভেঙ্গে আজ ফিরে এসেছি
ভিক্ষুক তব দ্বারে।
দেবে কি আমায় ফিরিয়ে?
১৬ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া