যত কর ভয়
হবে নিশ্চয়
হয়তোবা জয়
নয় পরাজয়।
চেয়ে দেখো ঐ
ডাকিছে বিজয়
তমসা ঘেরা পথে,
আয় ছুটে আয়
বিজয় হেথায়
ত্যাগের মহিমা রথে।
পথ যদি হয়
কন্টকময়
নির্জন অমানিশা,
বিবেক আলো
জ্বালিয়ে চলো
দেখাবে পথের দিশা।
কন্টকরাজি
হয়ে ফুলসাজি
কুসুম ছড়িয়ে পথে,
হাতছানি দেয়
এসোগো হেথায়
চড়িয়া বিলাসী রথে।
ভোগ বিলাসে
পথের শেষে
দেখিবে সেথায় হায়,
শয়তান হাসে
তৃপ্তিতে বসে
দেখিয়া তোমার পরাজয়।