মনের মাঝে কে বিরাজে,
নয়ন মেলে পাইনা খুঁজে,
আকুল হৃদয় ব্যাকুল সদায়
কখন বুঝি ঘর ছেড়ে যায়,
তালা বন্ধ করে ----
আমি পাইনা খুঁজে তাঁরে।।
দেখি নাই, চিনি নাই যারে,
বসত তাঁহার আমার ঘরে,
কোন প্রভাবে লাগলো মায়া,
জগত জুড়ে তাঁরই ছায়া
দেখি নয়ন ভরে ---
আমি পাইনা খুঁজে তাঁরে।।
পাইনা দেখা কয়না কথা
নিরবে দেয় কোন বারতা
আমি কে আর সেই বা কেবা
তাঁর চেয়ে আর আপন কেবা
বিশ্ব চরাচরে ----
আমি পাইনা খুঁজে তাঁরে।।
হয়না মালুম কোন সে দ্বারে
আসা যাওয়া নিত্য করে,
জানি একদিন বন্ধ হবে
চলে যাবে না ফিরিবে,
জগত সংসারে ----
আমি পাইনা খুঁজে তাঁরে।।