সবইতো আছে ঠিক ঠাক
আগের মত
তবে আর কীসে সংশয়
দ্বন্দ্ব এত?
ঝড় ঝঞ্ঝা আপদ বিপদ
আসুক শত,
আশ্রয় তাঁর নিশ্চিত সদা
আবারিত।
ঢাকিছে আঁধার সমুখে তোমার
পথ চলিতে,
আঁধারের মালিক, বল তাঁরে
আলোক ধরিতে।
সৎপথে চেষ্টা করে শেষটা
ব্যার্থ যদি হয়,
ভেবোনা বৃথাই হলো তোমার
শক্তি অপচয়।
জানোনা তুমি জানেন তিনি
নয় তা মঙ্গলময়।
ত্যাজি হতাশা কর ভরসা
প্রভু দয়াময়,
পাওনা তোমার দ্বিগুণ করে
শুধিবেন নিশ্চয়।
অভাব অনটন ঘিরিয়া যখন
আঁধার ঘনিয়ে আসে,
থাক দৃঢ় পদে সত্যের পথে
অপেক্ষা কর তাঁর
সাহায্য কখন আসে।