আমার মনের আকাশটা সবসময় মেঘে ঢাকা
সেই কবে থেকে টুকরো টুকরো মেঘগুলো
জমতে জমতে এখন আর একটুও নেই ফাঁকা।
আমার মেঘগুলো একটু আলাদা
মেঘের পেছনে লুকিয়ে থাকে আগুনের আভা
আগুনে মেঘ তাই বর্ষণ হয়না,
শুনেছি কখনো হয় ঝঞ্ঝা, তারই অপেক্ষা।
তাইতো আমার আকাশ সর্বক্ষণ মেঘলা,
কখনো হয়না নীল কিংবা সাদা।
বর্ষণ বিনা মন কাননের কুসুম শুকিয়ে মরা,
হু হু কেঁদে যায় দখিন হাওয়ায় বাজে মর্মর ঝরা পাতা।
পূবালী বাতাস যখন চারিদিকে শীতল করে,
অঝোর ধারায় বরিষণ নিয়ে আসে,
মাঠ ঘাট থৈ থৈ জলে ভরে,
উদাসী মন, ভেঙ্গে শৃঙ্খল, মেলতে চায় ডানা,
ক্ষণিকের ত্বরে মনে পড়ে সেদিনের কথা,
সহসা আবার পলকে হারায়, কঠিন বাস্তবতা,
আজতো নেই সেদিন, নেইতো যথাতথা,
দমকা হাওয়ায় সহসা,
ভারী হতে যাওয়া মেঘগুলো আবার উবে যায়,
বরিষণ হয়না।
বিস্মৃতির পাতা ঘেঁটে বিদগ্ধ স্মৃতি বয়ে আনে
তপ্ত মরু হাওয়া।
আমার আকাশে আগুনে মেঘ, বরিষণ হয়না,
করে মরু ঝঞ্ঝার অপেক্ষা।
১৮ সেপ্টেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া