বিচিত্র এই পৃথিবীতে
বিচিত্র প্রাণী মাঝে
বিচিত্র মানুষের
বিচিত্র বসবাস,
বিচিত্র তাদের চলাফেরা,
বিচিত্র তাদের কথা বলা
বিচিত্র পরিবেশে
বিচিত্র আবাস
বিচিত্র তাদের জীবন যাত্রা
বিচিত্র বিচিত্র খাবার
বিচিত্র তাদের আচার আচরণ,
বিচিত্র পোশাক আশাক
বিচিত্র সমাজ।
এত বিচিত্রতা মাঝে প্রভু সৃজিলেন
একই অনুভূতি, একই অবিকল
রোগ শোক তাপে একই অশ্রু জল
সকলের দেহে বহে একই রক্ত লাল,
একই কান্নার রোল একই হর্ষোধ্বণী
ক্ষুৎ পিপাসায় একই অনুভূতি।
তুমি আমি থাকি একই পৃথিবী
একটাই আবাস ভূমি,
সবাইতো এক মানব জাতি।
দু'দিনের ত্বরে এসেছি সবাই
একই আল্লাহর ইবাদত লাগি।
সময় হলে চলে যেতে হবে,
চিরকাল রবে না কেহ এই দুনিয়ায়।।
তবে কেন করি এত হানাহানি
দেখাতে তোপ অস্ত্র প্রদর্শণী।
মরলে সবাই যাবে এক কবরে,
হাশরের মাঠে সবে এক সারিতে।
২৭ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া