সকাল সাঝে নিত্য কাজে যাই কিছু চাই তোমার কাছে, দিওনা আমায় -------
নাই যদি হয় মঙ্গলময়, মিল না থাকে তোমার চাওয়ায়।

তোমার সুরে সুর মেলাতে, বাঁশী আমার ব্যর্থ হলে
বন্ধ কর--------
সে সুর আমার এ জীবনে চিরতরে।

কন্টক বেছে তোমার পথে,
যদি চলতে‌ চরণ থমকে আসে,
পঙ্গু কর সে দু'চরন-------
আর যেন না সামনে বাড়ে।

সত্য কথা বলতে যদি কখনো মোর কন্ঠ কাঁপে,
রুদ্ধ কর----------
কন্ঠ আমার একদিন নয় চিরতরে।

বিস্তির্ণ এ জমিন পরে হালাল রুজি,
না যদি রয় আমার ত্বরে
সাঙ্গ কর ---------
জীবন আমার হারাম কিছু খাওয়ার আগে।

তোমার ভয়ে আর যদি না হৃদয় কাঁপে
চাইনা আমার তেমন হৃদয়,
উপড়ে ফেলো---------
ভুলে তোমায় যাওয়ার আগে।

১৪ অক্টোবর ২০২২
মিরপুর, কুষ্টিয়া