দুর গগণের ওপার হতে
সংকেত কোন ভেসে আসে
হৃদয় আঙিনা ছাপিয়ে ডাকে
অচিন সুর
আয় ওরে আয়,
এই দিকে আয়, বিরান পানে।
কোন সে বেনুর মোহিনী সুরে
বাজিয়া উঠিছে হৃদয় তার
ব্যাকুল তিয়াসে, মিলন লভিতে
মাতিয়া দুলিছে হৃদয় প্রাণ, শ্রবণে সদাই
অচিন সুর
ওরে আয় ছুটে আয়
এই দিকে এই অচিন পানে।
না পারি চিনিতে, না পারি ধরিতে,
না পারি সে সুরে সুর মিলাতে।
আমি অসহায় চিত্ত সদাই খুঁজে ফিরে অচেনারে
আমাতে আমায় খুঁজিয়া না পাই
বিরাজে আমাতে কোন সে জনে।