পরম আত্মীয় মম নিকট বসবাস
নয়ন বলে দেখি নাই তারে, হৃদয় বলে
সদাই বিরাজমান।
আমি চিনি না তারে সে চিনে আমায়
নিত্য পরিচয় তুলে ডাকিছে সদাই
আয় ফিরে আয়।

গিয়েছি কোথায়, ফিরিবো কোথায়
বুঝিতে না পারি পড়েছি দ্বিধায়।
আমি চিনিনা তারে সে ডাকে আমায়,
আয় ফিরে আয় দ্ধিধা ভেঙ্গে আয়।

পড়শী আমায় ধরা নাহি দেয়
আপনালয়ে
নিত্য গমনাগমন দিশা নাহি পাই।
কেন লুকোচুরি বুঝিতে না পারি
মরমে মরি মন যাতনায়।

মন চাহে তারে ধরি আদরি,
ধরিতে না পারি
যোজন দুরে রয় আমায় পাসরি।
আমি চিনি না তারে সে চিনে আমায়।

নিত্য প্রয়োজন করে না যাচন
মিটায় আপন মহিমায়, নহে বিনিময়,
ধারেনা ধার চেনা অচেনায়।
আমি চিনিনা তারে সে চিনে আমায়।

মম মন উচাটন, করিয়া আপন
বাঁধিতে বাহু ডোরে,
করিয়া যতন, বাঁধিতে বাঁধন
বিনিসুতার বাঁধনে।