কী হলোরে আজকে তোমার
ঘুম ভাঙ্গে না কেনো?
নিত্য ঘুমাও নিত্য জাগো------কেনো
আজকে এমন হলো?

পাড়া পড়শী ভীড় করেছে
কোথায় যাবে নিয়ে,
কেনো তোমায় গোসল করায়----কেনো
রইলে তুমি শুয়ে।

পালকি কেনো আনলো ওরা
কে যাবে তা দিয়ে,
তোমায় দেখি সাজায় গোজায় ----কেনো
তোমার কি আজ বিয়ে?

কোথায় তোমার বাসর হবে,
কোথায় শ্বশুর বাড়ি,
ফিরে এলো যারা গেলো -----কেনো
একা তোমায় ছাড়ি।।