সকল প্রশংসার তুমি দাবিদার কেহ নাই আর যোগ্য,
ত্রুটিমুক্ত তুমি বিশ্ব অধিপতি রাজাধীরাজ পূত পবিত্র।
বিশ্বব্রহ্মান্ড চলে যথাযথ সেতো তোমার ইচ্ছা মত,
আসমান জমিন সৃজিয়া রঙিন তুমি করেছ পদানত।
হায়াত মউত রিজিক দৌলত তোমার হাতে জানি,
একক অদ্বিতীয় তুমি কেহ নাই তোমার তুল মানি।
যত ক্ষমতার তুমি যে আধার তোমার ক্ষমতা বলে,
চন্দ্র সূর্য গ্রহ তারা শুন্যে ভেসে রয় পড়ে না ভূতলে।
তোমার ক্ষমতায় পাহাড় দাঁড়িয়ে রয় মাথা উঁচু করে,
তোমার দয়ায় সূর্য আলো দেয় সারা দিনমান ধরে।
রাতের আঁধার কাটিয়া প্রভাত, দিবাকর ফিরে আসে,
তোমার ইচ্ছায় জোৎস্না মায়ায় হৃদয় জোয়ারে ভাসে।
বান্দা তোমার আমি গোনাহগার শয়তানের ধোঁকা খেয়ে
দরবারে তোমার ক্ষমা চাই প্রভু চোখের পানিতে নেয়ে।
এক সাগর আমার গোনাহ দয়া করে তুমি করিলে ক্ষমা
যেমন তুমি তেমনি রবে কমিবে না বৈভবের একটি কণা,
গোস্মাভরে যদি না কর ক্ষমা আমার যত গোনাহ জানি
পরিবর্তন হবেনা কোন অটুট রবে তোমার মসনদ খানি।
ক্ষমা পাবে গোনাহগার নয় সেতো অধিকার
সেতো তোমার এখতিয়ার, তোমার অহংকার,
ভুল করে যদি পাপ করে পাপী হয় অনুতাপী
সে পাপের ক্ষমা করিবে জানা, তুমি অনুরাগী।