মানি না মানবো না,
নামছি পথে ফিরবো না
আকাশ বাতাস করে মুখরিত
অনিবার্য শ্লোগান,
সামনে স্বশস্ত্র পুলিশ
মিছিল আগুয়ান।
দাবি দাওয়া কী? নয় বিষয়,
মিছিল হচ্ছে, শ্লোগান হচ্ছে,
একটা কিছু আছে নিশ্চয়।
মিছিলের সবাই জানতে হবে
এমন তো কথা নয়।
বিশ্বের কোথাও কি এমন হয়?
না হোক, আমাদের দেশে হয়।
মিছিলের সর্বাগ্রে প্লাকার্ড হাতে
উচ্ছল রয়েছে কিছু টোকাই।
যারা বোঝেনা কী মানি না
আর কী মানবো না।
জানেনা মিছিল কেন হয়।
শুধু বোঝে কিছু নগদ অর্থ,
ছোট বোনের একটা খেলনা,
মায়ের দুটি চোখ স্নেহ সিক্ত
এর বেশি নয়।
উত্তাল মিছিল দীর্ঘতর হয়,
বাঁধ ভাঙ্গে পুলিশি ধৈর্য্য,
গুলি ছাড়া আর কী উপায়?
লাঠি চার্জে রিস্ক আছে,
পুলিশও আহত হয়।
তারপর ইতিহাসের পাতা সমৃদ্ধ,
খবরের কাগজে হেডলাইন,
পুলিশের গুলিতে --------জন নিহত।
কিন্তু হয়না ছাপা,
হয়নি পূরণ বোনের আবদার
হয়নি দেখা
মায়ের মুখখানি হাসিমাখা।