অস্পৃশ্য অতি ক্ষুদ্র আমি সমাজের ছোট লোক
গেন্দা চোরের বেটা আমি পান্তা সিঁধেল চোর
সমাজে কেউ নেইতো আমার, দুর দুর করে সবে,
আমায় কেহ খোঁজেনাতো, জিগায়না কেউ ভাত খাইছি কবে।
মস্তক নুুয়ে রাস্তায় চলি চাইনা কোন দিকে
সামনে এসে পড়লে কেহ মুখ ঢেকে যাই চলে।
পেট দিয়েছেন আল্লাহ তায়ালা পেটে ক্ষুধা তাই
ভাতের জন্য চুরি করি গাড়ি কিনতে নয়।
বাপ দাদার মহান পেশা ইদানিং আর চলছেনাতো মোটে
চারিদিকে পাকা বাড়ি, মাটির ঘর আর পড়েনাতো চোখে
ঐতিহ্যবাহী বাংগালী পেশা বিলুপ্ত হবার পথে
তাই বলেতো পেটের ক্ষুধা থাকেনিতো থেমে।
একটি পেটের যায়গায় এখন দশটি পেট ঘরে,
কচু ঘেচু খেয়ে কি আর বাচ্চার পেট ভরে
অপুষ্টিতে ভুগছে সবাই, সাক্ষী বুকের হাড়ে,
সকল রোগের আবাস এখন আমার ভাংগা ঘরে।
গেল শীতে সিংমনডায় ধরা খেয়ে মোল্লা বাড়ির দ্বারে
জনগণের পিটা খেয়ে এখনও যে হাড় মড় মড় করে।
সারাজীবন হাল না চষে ফাল মেরেছি লোকের ঘরে ঘরে
শুনছি এখন আমার পেশার বন্ধু সকল ফালের কাজই
কলম দিয়ে করে।
আমি এখন মরছি ধুকে, তাতে দুঃখ আমার নাই
উন্নত আজ আমার পেশা, বিশ্বে এখন দ্বিতীয়টি নাই
মাটির দেয়াল খোড়ে না আর রাতের অন্ধকারে
দিন দুপুরে ব্যংক ডাকাতি করেন সমারোহে।
টিকি তাদের পায়না খুঁজে, বিদেশে দেয় পাড়ি,
জনগণের টাকা মেরে কিনছে তারা কানাডাতে বাড়ি।
০৬ ডিসেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া