নিজের ব্যর্থতা ঢাকি
ভাগ্যকে তুমি দুষিবে তা জানি,
তাই বলে তো থেমে থাকেনি
অতিক্রান্ত সময় চলার গতি।
সময়ের পিঠে সওয়ার হয়েছে
তোমার কৈশোর, তোমার যৌবন
অবলিলায় গেছে বয়ে তোমার
জীবনের শ্রেষ্ঠ সময় যখন
হেলায় কাটিয়ে করেছ অবমূল্যায়ন।
ক্ষমতা তোমার এমনও হয়নি,
নিষ্ক্রান্ত সময় ফিরিয়ে আনিবে,
যা নিয়ে গেছে তোমার শ্রেষ্ঠ সময়
তোমার কৈশোর তোমার যৌবন।
জীবন গঠণের শ্রেষ্ঠ সময়
অপব্যবহার আর কাটালে অবহেলে
প্রৌঢ় বয়সে প্রতিফল তার
পেয়ে যাবে পদে পদে।
তোমার পরিবারের ন্যায্য হক
তুমি নষ্ট করেছ অবহেলে।
শ্রেষ্ঠ সময় যৌবন তোমার
কর তার সঠিক ব্যবহার
নিজেকে গঠণ আর পালন কর
শতভাগ ধর্মীয় আচার
বৃদ্ধ বয়সে শান্তিতে রবে
হাশরের মাঠে পেতে পার।
২৮ অক্টোবর ২০২২
হাজারীবাগ, ঢাকা