নিঝুম রাতের শেষ প্রহর
পৃথিবী তখনো ঘুমে
রাত জাগা পাখি ক্লান্ত শরীর
ঘুমায় আপনালয়ে।
ভোরের পাখিরা তখনও ওঠেনি জেগে,
নদীর ওপারে কাশবনে
শেয়ালগুলো থেমে গেছে শেষবার ডেকে।
তাহাজ্জুদ শেষে আল্লাহর কিছু বান্দা
তখনও জায়নামাজে বসে।
মসজিদ হতে ভেসে আসে
শ্বাশ্বত বাণী সুমধুর সুর
আসসালাতু খাইরুম মিনান্নাউম
নিশ্চয় সালাত উত্তম তোমার ঘুম থেকে।
ওঠ মোমিন, থেক না শয়নে
সালাত তোমায় ডাকিতেছে
যাও মসজিদ পানে।
প্রভুর দিদার হোক আগে তোমার
দুনিয়াদারির আগে।
উঠাও তোমার পরিজন ডাকি
সালাত আদায়ের তরে,
মুনাফিক নও মুসলিম তুমি
প্রমান দাও করে।