আলোর কি দরকার ছিল যদি না থাকে অন্ধকার?
অন্ধকার আছে বলেই আলো ভালোবেসে মানুষের
সেই আদিকাল থেকে নিরন্তর চেষ্টা আলো জ্বালাবার।
মূলত অন্ধকার ই প্রকৃত সত্তা যাকে জয় করিবার
মানূষের সহজাত প্রবৃত্তির আকর্ষণ নিরন্তর।
উৎস্যমূলে আলো জ্বলে সাময়িক দূর হয় অন্ধকার
ফুরালে উৎস নিভে যায় আলো ছেয়ে যায় অন্ধকার।
চন্দ্র সূর্য নক্ষত্র ছায়াপথ আছে আরো উৎস যত
নিরন্তর চেষ্টা অবিরত দূর করিতে অন্ধকার শ্বাশ্বত।
সৃষ্টি কূলে যত সৃষ্টি বিদ্যমান সব ই ঘিরে রয়েছে অন্ধকার
আলোকিত যাহা করেছেন খোদা, হয় দৃষ্টি গোচর।
সৃষ্টি তত্ব কত মহাসত্য মহান আল্লাহ রেখেছেন অন্ধকারে
সময়ের ব্যবধানে করবেন আলোকিত আসবে গোচরে।
চোখের কোন নেই তো আলো, শুধু দেখে আলোকিত
আলোর অবর্তমানে সত্য রয়ে যায় আঁধারে নিমজ্জিত।
পাক কোরআনের শ্বাশ্বত আলো হৃদয়ে যদি জ্বালো
অন্ধকারেও দেখতে পাবে সৃষ্টি মহিমা, জ্বালিয়ে নুরের আলো।
২৮ জানুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া