এই তো সেদিন, হয়নি বেশী দিন,
স্মৃতির পাতায় জলজলে ছবি,
এখনও রঙিন,
মনে হয় এখনো গেলে ঠিক ঠাক পাবো,
যেখানে যা ছিলো,
ছোট বেলায় ফেলে আসা সেদিন গুলো।
সেই আম গাছে বাঁধা ঝুলন, হরষে দোল খাওয়া
বুড়ো বটের বিছানো শিকড়, লুকোচুরি খেলা,
নদীর পাড়ের সেই ঢাল, যতনে তৈরি মাটির স্লিপার,
গাছের কোটরে অচেনা পাখির বাসায় ডিম কালো ছাপ
ন্যাড়া মাথা পাখির ছানার আত্মচিৎকার
মা পাখিটার শঙ্কাহীন তেড়ে আসা,

মনে পড়ে দূরন্ত সাথীদের সাথে, স্কুল পালানো
বই খাতা রেখে, নদী সাঁতরে পারে যাওয়া,
সবুজ ধানের ক্ষেতে ঘুড়ি উড়ানোর পালা,
মিছামিছি অর্থহীন কত কী খেলা,
স্মৃতির পাতা মন বন্দি জেলখানা।

স্থবির স্মৃতিগুলোর সাথে সহমত হয়নি সময়,
নিদারুণ কর্তব্যবোধে বয়ে গেছে আপন মনে,
তাইতো আজকে স্বেতসুভ্র বৃদ্ধ পঞ্চাশোর্ধ,
গমোনোদ্ব্যত অঙ্গ, প্রত্যঙ্গ বোঝা কাঁধে
পিট পিট করে এখানে ওখানে খোঁজে
বক্ষে লালিত দূরন্ত শৈশব, বয়স দশোর্ধ।

১৬ অক্টোবর ২০২২
মিরপুর, কুষ্টিয়া