তেল সিঁদুরের অভাবে
আমার যোগ্য মেয়েটার বিয়ে হলো না সময়ে
কত কানা খোঁড়া, ট্যারা মেয়ে পার পেয়ে গেল
তেল সিঁদুরের জোরে।
কত হিজড়াও দেখি গেল তেল সিঁদুর মেখে
সুন্দরী রমনীর স্টিকার সেটে
আমার যোগ্য মেয়েটা রয়ে যায় আইবুড়ো হয়ে।
যারা সত্তাটাকে বিলিয়ে দেয় তেল সিঁদুরের কাছে
বক ধার্মিক তারা মিথ্যা ঢাকতে সত্য পায়ে দলে।
তাদের সাথে নাইবা দিলাম মেয়ে বিয়ে।