আল্লাহ তোমার বান্দা গোনাহগার
তাওবা করে কান্দি জারে জার
সাধ্য নাই পাবো জান্নাত তোমার।
তবু আশা রাখি মনে পুষে
রাখি বিশ্বাস আমার হৃদয় জুড়ে
পাপের ক্ষমা পাবো আমি
গাফফার তোমার নামের গুণে।
ক্ষমার অধিকার একক তোমার
কেহ নাই তব কৈফিয়ত নেবার।
জীবন সয়াহ্ণে বসিয়া বিজনে
ভাবিতেছি আজ বিদগ্ধ চিতে
জীবনের যত না পাওয়া যত ব্যর্থতা
সবি হয়েছে আমার নিজের ভুলে।
তোমার দেখানো পথে চলিবার
তাগিদ শুনে কানে বার বার,
সেদিন বিরত রয়েছি অবহেলে।
দিনে দিনে পাপ জমে বেশুমার
নিমজ্জিত আজ গোনাহ'র সাগরে,
তুমি ছাড়া ক্ষমা কে করিবে আর
ক্ষমা চাই আমি ক্ষমা কর মোরে
অনুশোচনায় বিদগ্ধ হৃদয়
জ্বলিছে অনল হৃদয় জুড়ে।
ক্ষমা কর প্রভু ক্ষমা কর মোরে
নিষ্পাপ হয়ে যেন যাই কবরে।।
১৪ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া