স্থির লক্ষ্যে এগিয়ে চল আস্তে, ক্ষতি নেই তাতে
দুরত্ব যত হোক, ধীরে ধীরে নিশ্চিত যাবে পৌঁছে।
তোমার জীবনের লক্ষ্যস্থির সে তো হয়েছে সেদিন
পিতৃপুরুষ আদমকে আল্লাহ যতনে গড়েছেন যেদিন।
স্থির লক্ষ্য নিয়ে দুনিয়ায় এসে, ভুলেছ কি নিশানা?
বেহেশত তোমার আদি নিবাস ভুলেছ কি ঠিকানা?
লক্ষ্য তোমার স্থির যেথা, কীসে সংসয়? দ্বন্দ্ব কোথা?
জীবন চলার পথে চড়াই উৎরাই কিছু থাকতেই পারে,
সংকীর্ণ তোমার রাস্তা কন্টকাকীর্ণ সেতো হতেই পারে।
তাই বলে কি ফিরিবে না আপনালয়ে যেথা আপন ঠিকানা।
দৃঢ় পদক্ষেপে স্থির লক্ষ্যে চলা শুরু কর আল্লাহর নামে,
সংকীর্ণ রাস্তা প্রশস্ত হবে
চড়াই উতরাই মসৃণ হবে
কন্টকরাজী হয়ে ফুল সাজি
লুটাবে তোমার চরণ তলে।
তবে কেন এত হা হুতাশ? পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ?
সেত শয়তানের নিঃশ্বাস,
বাঁধা তোমার চলার পথে।
তোমার লক্ষ্য নহে স্থির, পথ হারিয়ে তুমি হয়েছো অধীর।
অচিরেই তুমি পড়িবে খাদে, জাহান্নামের অতল তলে
তলিয়ে যাবে আপন ঠিকানা ভুলে।
জীবন চলার পথে কোথাও হোঁচট খেয়ে,
পড় যদি মুখ থুবড়ে,
যদি থাকো পথে,
নিরাশ হয়ো না, উঠে দাঁড়াও বুক বেঁধে নব উদ্যমে,
প্রভুর পথে এগিয়ে যাও বুক ফুলিয়ে, নিশ্চয় তোমার
দয়াময় প্রভু রয়েছেন তোমার সাথে।
০৬ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া।