জীবনের ধারায়
একবার যা হারায়
শত কাঁদিলেও কখনো আসে না ফিরে,
থাকিতে সময় তাই
সদব্যবহার কর ভাই
হারিয়ে হেলায়
অপর বেলায় ভেসো না আঁখি নীরে।
ছোট্ট এ জীবন
তার প্রতি ক্ষণ
সঠিক ব্যবহার কর যদি তার
সার্থক হবে যে জীবণ তোমার।
আজকে যা আছে
সুলভ তোমার কাছে
অচীরে হারিয়ে যাবে জীবণ ধারায়,
সঠিক ব্যাবহার
কর যদি তার
ধন্য যে হবে
নিশ্চিত ভবে,
সফল জীবন হবে এই দুনিয়ায়।
লেখাপড়া করার
সময় যে তোমার
নষ্ট হলে মোবাইলের কবলে,
কর্ম জীবনে এসে
কর্ম পেলে না শেষে
চাহিত যোগ্যতা তোমার নেই বলে।
ব্যর্থ তোমার ছাত্র জীবন
যোগ্যতা তুমি করনি অর্জন,
প্রতিফল পাবে নিশ্চিত তার,
ফিরাতে পারবে না তো আর
শত চেষ্টায় জীবণে তোমার।
ছাত্র জীবণ
ব্যয় অনুক্ষণ
করে যাও তুমি জীবন গড়ার কাজে,
সারাটি জীবন শান্তি পাবে ধন্য সবার মাঝে।