হে আমার মন
জানিনা কেমন
তোমার অস্তিত্ব খানা
আপন শরীরে বসবাস
তবু থাকলে অজানা।
জানিনা তুমি আদৌ
অস্তিত্বে আছো কিনা।
শরীরে আমার অস্তিত্বমান
অঙ্গ প্রত্যঙ্গ বিরাজমান
পার্থিব জৈবিক নির্যাস রক্ত মাংসে গড়া,
আছে তাদের আবয়ব আছে মাত্রিকতা।
কেবল তুমি শুধু অদৃশ্যমান, নেই মাত্রা।
যেমন আমার বিধাতা।
সৃষ্টি কূল করিয়া সৃজন
রহিলেন অন্তরালে,
সৃষ্টি সকল রহে অবিচল
তাঁহার ক্ষমতা বলে।
তেমনি আমার শরীরে তোমার উপস্থিতি
ছোট্ট শরীর রাজত্ব তোমার তুমি অধিপতি।
তোমার উপস্থিতিতে রাজ্য সচল
তোমার অনুপস্থিতি করে বিকল।
যুগে যুগে কত মুণি ঋষি
ব্যর্থ হয়েছে তোমায় খুঁজি,
তুমি যে অন্তরালে থেকে
কলকাঠি নেড়ে,
যাও অন্তরালে চলি।
তোমাকে কখনো খুঁজে
যাবে না পাওয়া,
হে আমার আত্মা
তুমি যে শুধুই আল্লাহর আদেশ
নিভৃতে আসা যাওয়া।