হে আল্লাহ তোমার দুনিয়ায় আমি
যেদিকে তাকাই
কোন খুঁত খুঁজে না পাই ।
আমি আবার তাকাই
বারবার তাকাই
ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসে দৃষ্টি আমার
কোনো খুঁত খুঁজে না পাই ।
তুমি জাল্লে জালালুহু, তুমি জাল্লা শানুহু
তুমি মহিয়ান, গরিয়ান তুমি রহমান
তোমার সৃষ্টি আমি, অতি তুচ্ছ জ্ঞান ।
বান্দা তোমার মেনে না মেনে
বঞ্চিত নয় তোমার নেয়ামতে,
সমবন্টন করেছ তুমি সকল বান্দায় ।
তোমার কোন ত্রুটি খুঁজে না পাই ।
রোদ-বৃষ্টি, আলো-বাতাস, শীতল পানি,
সুনীল আকাশ
সম অধিকার দিয়েছো তুমি
পাপী তাপী সকল বান্দায়।
তুমি কত বড়, কত যে মহান
ক্ষুদ্র জ্ঞান ধারণা আমার নাই,
কত বড় তোমার ক্ষমার দুয়ার
আকাশচুম্বী গোনাহ তবু
বান্দা তোমার রহমত পেয়ে যায় ।
কোরআন-হাদিস দিয়েছো মোরে
পথ দেখানোর ত্বরে
শ্রেষ্ঠ নবী দিয়েছো মোদের
রহমাতাল্লিল আলামিন করে ।
হে আহাদ, হে সামাদ, অব্যয় তুমি অক্ষয়
দরবারে তোমার হাজার শুকরিয়া জানাই ।
দয়াকরে মোরে মুসলমানের ঘরে
জন্ম দিয়েছো তাই।
তব দরবারে শুকরিয়া, শুকরিয়া জানাই
দয়াকরে মোরে দুটি চক্ষু দিয়েছো তাই
তোমার মহান সৃষ্টি নয়নে দেখতে পাই ।
তোমার দরবারে হাজার শুকরিয়া জানাই
দয়াকরে মোরে শ্রবণশক্তি দিয়েছো তাই
তোমার সৃষ্টির মধুর কলতান দু'কানে শুনতে পাই। তোমার দরবারে তাই হাজার শুকরিয়া জানাই ।
মোর অপরাধ নিওনা আল্লাহ
অন্ধকারে যদি পথ ভুলে যাই ,
হৃদয়ে আমার নূরের বাতি
জ্বেলে দিও প্রভু
সোজা পথ দেখতে যেন পাই ।
আমাকে তুমি দুর্বল করে সৃষ্টি করেছ তাই
ক্ষমা করে দিও হে মহান প্রভু
অপরাধ যদি হয়ে যায় ।
পবিত্র তুমি প্রশংসা কেবল তোমারই প্রভু
দুনিয়ার মোহে তোমাকে যেন ভুলে না যাই কভু
তোমার দরবারে মাথা ঠেকাই আমি
কাউকে না ডরাই ,
তোমারই সাহায্য চাই যে আমি
আর কেহ তো নাই।