বিস্ময়ে অভিভূত হই আমি, হেরিয়া তোমার সৃষ্টি অপলকে,
বিশ্বব্রহ্মান্ড সৃজিয়াছ পদতলে তুমি তোমার ক্ষমতা বলে?
চন্দ্র সূর্য গ্রহ অগুনিত তারা বাঁধিয়া রেখেছ কোন সে শৃঙ্খলে
লক্ষ কোটি বছর ধরে মহাশূন্যে ভেসে যায়, পড়েনা ভূতলে।
নিখুঁত দুরত্বে সূর্য রাখিয়া প্রাণের সঞ্চার ঘটালে ধরা তলে
বাঁচিত না প্রাণ, বরফে ঢাকিত নয়ত পুড়িত ব্যতয় কিছু হলে।
তুমি রাত্রি দিনের সৃজন করেছ সূর্য আবর্তণে
দিনের ভিতর রাত ঢুকিয়েছ রাত ঢুকিয়েছ দিনে।
চন্দ্র কলার সৃষ্টি তোমার কী অপরূপ বিস্ময়
বারটি মাসের গণণার হিসাব চন্দ্র কলায় রয়।
ভাসমান রেখেছ পানির সাগর শুন্য আকাশ মাঝে,
দাও বরিষণ যেখানে যত প্রয়োজন সকাল কিংবা সাঁঝে।
মাটি ফুঁড়ে তুমি ফসল ফলাও রুক্ষ ধরণী সবুজে ভরাও
প্রাণীকূল বেঁচে রয় খেয়ে, তুমি উদ্ভিদ হতে খাদ্য যোগাও।
প্রাণীকূল বাঁচে শ্বাস প্রশ্বাসে অক্সিজেন দিয়ে রক্ত বহাও
অঙ্গে অঙ্গে শিরা উপশিরায় অক্সিজেন বিনা মৃত্যু ঘটাও।
মানুষ করিবে এমন চিন্তা সাধ্য কি কারো আছে?
শুকরিয়া আল্লাহ এ মাথা নুয়াই কেবলই তোমার কাছে।