নিত্য যে মস্তক নুয়ে তোমাকেই সেজদা করি,
স্বাক্ষী তুমি,
স্বেচ্ছায় আর কোথাও নত করিনা আমি।
যে মস্তকে আমি
তোমার উপহার চক্ষু,কর্ণ, জিহ্বা, নাসিকা ধারণ করি,
নত ভূমে আমি তোমাকেই সেজদা করি।
সে মস্তক আমার হেফাজত কর প্রভু,
দুনিয়ার কোন অপশক্তি, কোন দুরাচার
চরিতার্থ করিতে হীন স্বার্থ তার
পবিত্র মস্তক তাদের কাছে হেট না হয় আমার।
যে হাতে আমার ধারণ করি পবিত্র কোরআন,
যে দুহাত আমার সচেষ্ট, করতে হালাল উপার্জন
যে হাতে করি ইসলামী ঝান্ডা উড্ডয়ণ,
যে দুটি হাত ভূমি ছুঁয়ে তোমাকে সেজদা করে,
সে দুটি হাত তুলে ফরিয়াদ তোমার কাছে
কখনো যেন সে হাত পাততে না হয় দুরাচারের কাছে।
যে পদ যুগল হেঁটে যায় মসজিদের পানে
যে পদ যুগল বিচরণ করে দুনিয়াতে হালাল উপার্জনে,
যে পদ, হাঁটু লুটে ভূমে তোমাকে সেজদা করে,
সে পদ আমার দৃঢ় কর প্রভু, জগতের পরে,
সকল অপশক্তি যেন ব্যর্থ হয় সে পদ টলাতে,
কোন অবৈধ কাজে----
বুঝে না বুঝে পদযুগল যেন কখনও আগে না বাড়ে।
প্রভু জগৎ অধিপতি, তোমাকেই সেজদা করি,
হেকমত দাও মোরে, সকল অপশক্তি রুখিবারে,
তোমার সকল সেজদাকারী করে একসারি
দাঁড়াতে সাহায্য কর প্রভু, শক্তি দাও মোরে,
দুনিয়া হতে বিদায় দিতে সকল নাফরমানি।
০২ অক্টোবর ২০২২
মিরপুর, কুষ্টিয়া