দিবাকর দেখ দিন শেষে
রক্তিম আভায় দীপ্ততা লুকিয়ে
বসিয়াছে পাটে,
এখনই সন্ধ্যা আসিবে নেমে।
তুমি যদি চাও,
যাও চলে যাও,
বাহুডোর দিয়েছি খুলে,
হৃদয়ের বাঁধন খুলিবে তখন
দুরে গেলে যাবে ভুলে।
জোয়ার ভাটার উত্তাল নদী
জল শুকিয়ে মরা
দুই কূল তার করে হাহাকার
পড়িয়া রয়েছে সোঁতা
কুসুম বাগে যে ফুল
ফুটে ছিল থরে থরে
শুন্য বাগান আজি, সবই গেছে ঝরে।
পাখির কুজন ভ্রমরের গুঞ্জন
থেমে গেছে সেই কবে।
বনমালী তার বুকে হাহাকার
বসিয়া অস্তাচলে,
সাঁঝের অপেক্ষায়, প্রহর গুনিছে
উদাস নয়নের জলে।