আমার যত দুঃখ ডালি
সামনে তোমার দিলাম ঢালি
ইচ্ছা তোমার বদলে দিও,
বইতে নাহয় ধৈর্য্য দিও।

সুখে রাখো দুঃখে রাখো
যেন সর্বদায়
তোমার শোকর করতে পারি
এই তৌফিক চাই।

নিত্য তুমি খাওয়াও পরাও
নিত্য সাজাও সাজে,
তোমার দয়ায় বেঁচে আছি
এই দুনিয়ার মাঝে।

জীবন মরণ করলে সৃজন
যাচাই করার তরে,
হায়রে মানুষ হয় না যে হুস
বুঝবি মরার পরে।

ধনী গরীব নাই ভেদাভেদ
মরলে সবাই লাশ,
যতই দামী হোকনা কাফন
মাটির ঘরে বাস।